ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেখা গেলো ‘দিলওয়ালে’র অর্ধেক পোস্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
দেখা গেলো ‘দিলওয়ালে’র অর্ধেক পোস্টার ‘দিলওয়ালে’ ছবির অর্ধেক পোস্টার

মাসখানেক পরেই মুক্তি পাবে রোহিত শেঠির ‘দিলওয়ালে’। কিন্তু এখনও উন্মুক্ত করা হয়নি ছবিটির প্রথম পোস্টার।

সম্প্রতি শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অর্ধেক পোস্টার শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে শাহরুখ, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন- তারা চারজন হাত দিয়ে পরস্পরের মুখ ঢেকে রেখেছেন।

ছবিটির পোস্টার এখনও কেনো প্রকাশ করা হয়নি এ বিষয়ে শাহরুখ খান জানান, ‘আমাদের পরিচালক রোহিত শেঠি প্রথম পোস্টার উন্মুক্ত করতে বারণ করেছেন। সে কারণেই আমরা ‘দিলওয়ালে’র অর্ধেক পোস্টার প্রকাশ করেছি। ’

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ১১ সেকেন্ডের একটি টিজার। যেখানে দেখা যাচ্ছে বরফে লেখা ‘দিলওয়ালে’র প্রথম অক্ষর ‘ডি’।

অন্যদিকে ৫০ বছর বয়সী এই অভিনেতা টুইটারে ‘ডি’এর রহস্য উন্মোচন করে লিখেছেন, ‘Dishy’ কৃতী স্যানন,‘Dearest’ কাজল, ‘Dashing’ বরুণ ধাওয়ান আর ‘DILWALE’ আমরা সবাই।

রোহিত শেঠি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন। ওই একইদিনে হলে আসবে সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’। এতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।

‘দিলওয়ালে’ ছবির টিজার:


বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।