ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুটিং করছেন রিয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
শুটিং করছেন রিয়াজ রিয়াজ/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হাসপাতাল থেকে ক’দিন আগে ফিরেছেন রিয়াজ। অন্তত একমাসের পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।

কিন্তু সুস্থবোধ করায় শুটিংয়ে ফিরেছেন এই নায়ক। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার তিনশো ফিট রাস্তায় ‘কৃঞ্চপক্ষ’ ছবির দৃশ্যধারণে আছেন তিনি।
 
হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে ‘কৃঞ্চপক্ষ’ নির্মাণ করছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবিটির সহকারী পরিচালক জুয়েল রানা বাংলানিউজকে জানান, রিয়াজ গতকাল রোববার উত্তরার হইচই শুটিং বাড়িতেও ছবিটির কাজে অংশ নেন।  

ছবিটিতে রিয়াজের নায়িকা হিসেবে দেখা যাবে মাহিকে। আজ তিনিও আছেন শুটিংস্পটে।

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আগামী ১৩ নভেম্বর মুক্তি দেওয়ার কথা ছিলো ছবিটি। কিন্তু সেটি আর হচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, অচিরেই ‘কৃঞ্চপক্ষ’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।