ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অনেকটা ভালো আছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
‘অনেকটা ভালো আছি’ শাহনাজ রহমান স্বীকৃতি

প্রায় দু’মাস ভারতের মুম্বাইয়ে চিকিৎসা নেওয়ার পর গত শুক্রবার দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। ক্যান্সার আক্রান্ত এই শিল্পীর শারিরীক অবস্থা অনেকটা ভালো।

তবে দ্বিতীয় দফার কেমোথেরাপির জন্য আবার ভারতে যেতে হবে তাকে।

দেশে ফেরার পর স্বীকৃতি ফেসবুকে লেখেন, ‘আমি এখন বাংলাদেশে। কিছুদিন এখানেই চিকিৎসা চলবে। তারপর আবার ইন্ডিয়া যাবো। কেমো এখনও ৩টা বাকী আছে। আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। সবই আল্লাহর ইচ্ছা, রহমত আর সবার দোয়ার বরকত। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের সবার এত্ত এত্ত দোয়া, আপনাদের ভালবাসা ও সহযোগিতাই আমাকে ধীরে ধীরে সুস্থতা এনে দিচ্ছে। সব্বাই ভালো থাকবেন এই আমার প্রত্যাশা। সব্বার জন্য শুভ কামনা। ’

চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্লাড ক্যানসার ধরা পড়ে গুণী গায়িকা স্বীকৃতির শরীরে। কিছুদিন দেশে চিকিৎসা নেওয়ার পরই তিনি উন্নত চিকিৎসার জন্য মুম্বাই যান। সেখানে এসএল রাহেজা হাসপাতালে  চিকিৎসা নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।