ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জানুয়ারিতে ঢাকায় আসছেন কারিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জানুয়ারিতে ঢাকায় আসছেন কারিনা কারিনা কাপুর খান

প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আগামী বছরের ২৯ জানুয়ারি ‘বিগ শো’ শীর্ষক অনুষ্ঠানে দর্শক মাতাবেন তিনি।

এর আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স।

শুধু কারিনা একা নন, এই আয়োজনে অংশ নিতে বলিউডের আরেক অভিনেত্রী নার্গিস ফাখরিরও আসার কথা রয়েছে। এ ছাড়া গান গাইতে আসছেন ‘বেবি ডল’ গানের গায়িকা কনিকা কাপুর।

অনুষ্ঠানের ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। টিকিটের মূল্য রাখা হচ্ছে প্লাটিনাম (দুই জন) ৫০ হাজার টাকা, গোল্ড ১০ হাজার টাকা, সিলভার ৫ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ২ হাজার টাকা।

নানান চরিত্রে অভিনয়ের পাশাপাশি কারিনার ঝুলিতে আছে বেশকিছু আইটেম গানে নাচার অভিজ্ঞতা। এ তালিকায় উল্লেখযোগ্য- ‘ফেভিকল সে’ (দাবাং টু), ‘ছাম্মাক চাল্লো’ (রা.ওয়ান), ‘মেরা নাম ম্যারি হ্যায়’ (ব্রাদার্স), ‘ইয়ে মেরা দিল’ (ডন), ‘চিন্তা তা চিতা চিন্তা’ (রাউডি রাঠোর), ‘ম্যায় হিরোইন হু’, ‘হালকাত জাওয়ানি’ (হিরোইন), ‘মারজানি’ (বিল্লু) প্রভৃতি। আশা করা হচ্ছে, ঢাকায় এসব গানের তালেই মঞ্চে আগুন ধরাবেন ৩৫ বছর বয়সী এই তারকা।

* ‘ম্যায় হিরোইন হু’ গানের ভিডিও :


* ‘ছাম্মাক চাল্লো’ গানের ভিডিও :


* ‘ফেভিকল সে’ গানের ভিডিও :


* ‘ইয়ে মেরা দিল’ গানের ভিডিও :


* ‘মেরা নাম ম্যারি হ্যায়’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।