ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২০ বছর পূর্তিতে গুণীব্যক্তি সম্মাননা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
২০ বছর পূর্তিতে গুণীব্যক্তি সম্মাননা

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) ২০ বছর পূর্তি হলো। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সেই সঙ্গে দেওয়া হবে গুণীব্যক্তি সম্মাননা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

বিসিআরএ’র সাধারণ সম্পাদক দুলাল খান জানান, আলোচনায় অংশ নেবেন সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, সুকুমার রঞ্জন ঘোষ ও মনোরঞ্জন শীল গোপাল, ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুর রহমান শাকিল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বাংলাদেশ সময় : ০২১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।