ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৫ বছর বয়সে লেখা সেই গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
১৫ বছর বয়সে লেখা সেই গান আহমেদ ইমতিয়াজ বুলবুল

কালজয়ী অনেক গানের গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার লেখা ও সুরের গান গেয়ে জনপ্রিয় হয়েছেন অনেক শিল্পী।

নতুনদের নিয়ে তিনি সব সময় কাজ করেছেন। বুলবুল জীবনের প্রথম গানটি লিখেছিলেন ১৫ বছর বয়সে। ‘ও মন ময়না’ শিরোনামের গানটির কথা এ রকম- ‘ও মন ময়না/আয় ফিরে আয়না/ ওই রঙিন খোলা আকাশ তোকে চায় না/আর কি ফিরে পাবিরে তুই/তোর সেই জোড়া পাখি/তোর সেই পাখি অন্য পাখির সঙ্গে ওড়া পাখি/কাঁদিসনে তুই ও মন পাখি/ধরিস না আর বায়না/ও মন ময়না…’

এই গানটি নিয়ে আজ বুধবার (১১ নভেম্বর) স্মৃতিচারণ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিয়ে লিখেছেন, ‘আমার জীবনের প্রথম লেখা গান। মাত্র ১৫ বছর বয়সে এই গানটি লিখেছিলাম। সেই সময়ে গানটি রেকর্ড করিনি, করেছি ২৭ থেকে ২৮ বছর পর। ’

জনপ্রিয় এই সুরস্রষ্ঠা জানিয়েছেন তার লেখা ও সুর করা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি। এই তথ্য জানিয়ে বুলবুল অসুস্থ স্বীকৃতির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।