ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
প্রেমে পড়েছেন প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা চোপড়া

এখন প্রিয়াঙ্কা চোপড়ারই সময়! এবিসি নেটওয়ার্কের ‘কুয়ান্টিকো’র মাধ্যমে মার্কিন টিভি সিরিজে দাপুটে অভিষেক হয়েছে তার। এর কাজ করতে গিয়ে ভিনদেশি এক তরুণের প্রেমে পড়েছেন ভারতীয় এই অভিনেত্রী।



ডিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিয়াঙ্কা এখন নতুন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। নাম-পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ছেলেটি লসঅ্যাঞ্জেলেসে থাকে। ব্যক্তিগতভাবে তিনি লাজুক প্রকৃতির। তাই প্রেমিকার সঙ্গে জনসম্মুখে আসার ইচ্ছে আপাতত নেই তার।

শোনা যাচ্ছে, অবশেষে মনের মতো মানুষ খুঁজে পেয়েছেন প্রিয়াঙ্কা। তাই এবার বিয়ে করে থিতু হতে পারেন ৩৩ বছর বয়সী এই তারকা। এর আগে অভিনেতা শহীদ কাপুর, হারমান বেওয়েজা, অসীম মার্চেন্টের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিলো।

এদিকে আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

বাংলাদেশ সময় : ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।