ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দীপিকার কাছে থাকলে মনে হয়, ঘরে ফিরে এসেছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
‘দীপিকার কাছে থাকলে মনে হয়, ঘরে ফিরে এসেছি’ দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর

অপেক্ষা আর মাত্র ১৪ দিনের। তারপরই ‘তামাশা’।

ইমতিয়াজ আলির এ ছবির মাধ্যমে ফের বড় পর্দায় দেখা যাবে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের রসায়ন।

তাদের প্রেমের সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। কিন্তু তারপরও দীপিকার সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দবোধ করেন রণবীর। তিনি নিজেই অনেকবার এ কথা স্বীকার করেছেন।

সম্প্রতি ছবির প্রচারণায় দিওয়ালির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। সেখানে ৩৩ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, “দীপিকা আমার ‘ডাল-ভাত’। ওর সঙ্গে যখন থাকি, মনে হয় যেন ঘরে ফিরে এসেছি। দীপিকা আমার কমফর্ট জোন। ”

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।