ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বেয়াদব অ্যালেন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বেয়াদব অ্যালেন! ‘বেয়াদব দ্য জিনিয়াস’ নাটকে সাবিলা নূর ও অ্যালেন শুভ্র

অ্যালেন শুভ্রকে সবাই ভদ্র, নম্র আর বিনয়ী হিসেবেই জানে। বাস্তব চিত্রটা এমন হলেও পর্দায় ঠিক বিপরীত চরিত্রে অভিনয় করলেন তিনি।

ছেলেটা বেয়াদব। সবার সঙ্গেই বেয়াদবি করে। তবে মেধা খাটিয়ে ঠিকই সবাইকে কাবুও করে ফেলতে পারে সে। তাই গল্পটার নাম ‘বেয়াদব দ্য জিনিয়াস’।

অ্যালেনের সঙ্গে নাটকটিতে জুটি বেঁধেছেন সাবিলা নূর। গল্পে বন্ধুর প্রেমের প্রস্তাব দিতে গিয়ে নিজেই মেয়েটির প্রেমে পড়ে যায় সে! কিন্তু বাধা হয়ে দাঁড়ান মেয়েটির বাবা। বেয়াদব ছেলের সঙ্গে কেইবা নিজের কন্যাসন্তানের সম্পর্ক মেনে নেবেন!

‘বেয়াদব দ্য জিনিয়াস’ লিখেছেন ও পরিচালনা করেছেন মারুফ আহমেদ সোহাগ। এর দৃশ্যধারণ হয়েছে উত্তরা ও নিকেতনে। এ নাটকে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, কচি খন্দকার, এবি রোকন, সোহাগ রানা প্রমুখ। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।