ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নবান্ন উৎসবে নাচবেন তিন অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
নবান্ন উৎসবে নাচবেন তিন অভিনেত্রী (বাঁ থেকে) নাদিয়া আহমেদ, তানজিন তিশা ও মেহজাবিন

হেমন্ত এলেই দিগন্ত জোড়া প্রকৃতি ছেয়ে যায় হলুদ-সবুজ রঙে। এই শোভা দেখে আনন্দে ভাসতে থাকে কৃষকের মন।

এ ঋতুতে কৃষকের ঘর ভরে ওঠে গোলা ভরা ধানে। বছর ঘুরে আবার আসছে অগ্রহায়ণ।

কার্তিকের শেষ বিকেল অগ্রহায়নের শুরু। ৩০ কার্তিক শনিবার (১৪ নভেম্বর) নবান্ন উৎসব পালন করতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে আরটিভি। এতে থাকছে নবান্নের নৃত্য। এ অংশে নাচবেন নাদিয়া আহমেদ, মেহজাবিন চৌধুরী ও তানজিন তিশা।

এর আগে সকাল থেকে উৎসব শুরু হবে নবান্নের গান দিয়ে। শনিবার সকাল সাড়ে ৭টায় নবান্ন সংগীতানুষ্ঠানে  গাইবেন কণ্ঠশিল্পী  চন্দনা মজুমদার, অলোক সেন, অণিমা রায়। উপস্থাপনা করবেন অনুপমা মুক্তি। বিকেল ৫টায় গাইবেন আঁখি আলমগীর, রিংকু ও সালমা। সব অনুষ্ঠান সরাসরি দেখা যাবে আরটিভির পর্দায়।

বাংলাদেশ সময় : ০২১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।