ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রিজ ও স্কারলেট যখন শূকর ও শজারু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
রিজ ও স্কারলেট যখন শূকর ও শজারু! রিজ উইদারস্পুন ও স্কারলেট জোহানসন

হলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী রিজ উইদারস্পুন ও স্কারলেট জোহানসনের কণ্ঠ কেমন? রিজের কণ্ঠ শূকর আর স্কারলেটের সজারুর মতো। অনেকে হয়তো ভাবছেন এটা আবার কী ধরনের পর্যালোচনা! আসল ঘটনা শুনুন তাহলে।



‘সিং’ নামের একটি অ্যানিমেটেড ছবিতে এ দুটি প্রাণীর চরিত্রে কণ্ঠ দিচ্ছেন রিজ ও স্কারলেট। এর মধ্যে মা শূকরের ২৫টি ছানা! আর শজারুর চরিত্রটি প্রেমিকের পিছু-ছাড়তে চায়। এরা দু’জনই একটি প্রতিযোগিতায় অংশ নেয়।

পৃথিবীর সেরা এই সংগীত প্রতিযোগিতার আয়োজন করে এক কোয়ালা। এ চরিত্রে কণ্ঠ দিচ্ছেন ম্যাথু ম্যাকোনাহে। চুরিতে দক্ষ ইঁদুরের কণ্ঠে থাকছেন সেথ ম্যাকফারলেন। ছবিটিতে ৮৫টিরও বেশি গান রয়েছে। এটি মুক্তি পাবে ২০১৬ সালের ২১ ডিসেম্বর। পরিচালনা করেছেন গার্থ জেনিংস। চিত্রনাট্যও তারই।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।