ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যে শানুকে দেখা যায়নি আগে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
যে শানুকে দেখা যায়নি আগে

শানারেই দেবী শানুই এমন দাবি করছেন। তিনি বলছেন, ‘যে ধরণের চরিত্রে অভিনয় করছি এবার, এর আগে কখনও এমন কাজ করিনি।

একেবারেই অন্যরকম চরিত্র। ’ চরিত্রটির গলায় ব্যথা। ফলে গলাবন্ধনী পরে থাকে সারাক্ষণ। স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেয়। চরিত্রটির নাম সায়রা বানু।

‘ছন্নছাড়া’ নামের একটি ধারাবাহিক নাটকে সায়রা বানু হচ্ছেন শানু। এটি প্রচার হবে এশিয়ান টিভিতে, পরিচালনা করছেন দেবাশীষ চক্রবর্তী।

শানু বলছেন, ‘মাত্র একদিন দৃশ্যধারণে অংশ নিয়েছি। এতেই আমার গলায় ব্যথা হয়ে গেছে। ’ সেকি! ক্যামেরার সামনে দাঁড়িয়ে-বসে অভিনয় করবেন, তাতে গলায় ব্যথা হবে কেনো? ‘হবে না? সারাক্ষণ গলা-বন্ধনী পরে থাকতে হচ্ছে যে! অভ্যাস নেই তো’- বললেন শানু। অভ্যাস নেই কমেডি ঘরানার গল্পে অভিনয়েরও। ‘ছন্নছাড়া’ আগাগোড়াই হাসির নাটক। শানু জানালেন, হাসির চরিত্র করতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আনন্দও পাচ্ছি।

শানারেই দেবী শানু ২০০৫ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম বিজয়ী। শুরু থেকেই তিনি অভিনয়ে বেশ অনিয়মিত। এখনও খুব একটা কাজ করছেন না। ‘ছন্নছাড়া’ সেই কম কাজগুলোরই একটি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।