ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিপিএল আয়োজনে সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বিপিএল আয়োজনে সুবর্ণা মুস্তাফা সুবর্ণা মুস্তাফা

২২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের নতুন আসর। প্রতিটি ম্যাচ শুরুর আগে, ইনিংস বিরতি এবং ম্যাচ শেষ হওয়ার পর খেলা নিয়ে কথা বলবেন, আলোচনা ও বিশ্লেষণ করবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তাকে পাওয়া যাবে বিপিএল টুর্নামেন্টের অফিসিয়াল রেডিও পার্টনার রেডিও ভূমিতে।

বিপিএলকে ঘিরে সারাদেশের মানুষের উন্মাদনাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে রেডিও ভূমি সুবর্ণাকে নিয়ে ব্যতিক্রম ধারাভাষ্যের আয়োজন করেছে। খেলার উম্মাদনা বাড়াতে তার সঙ্গে আরও থাকবেন আরজে মাহফুজ, শামসুল, বোরহান, অমিতাভ, সামি, কামরুজ্জামান, তামান্না প্রমুখ।

জানা গেছে, যখন যে অঞ্চল খেলবে তখন সে অঞ্চলের ভাষায় কিছু সময় ধারাভাষ্য দেওয়া হবে। এ ছাড়া বিপিএল টুর্ণামেন্টের আপডেট নিয়ে প্রতিদিন রাত সাড়ে ১০টায় রেডিও ভূমি ‘বিপিএল এক্সপ্রেস’ নামে আরেকটি অনুষ্ঠান প্রচার করবে।

বাংলাদেশ সময় : ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।