ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার আয়ুষ্মান ও ইয়ামির জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
আবার আয়ুষ্মান ও ইয়ামির জুটি

‘ভিকি ডোনার’ জুটি আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতমকে আবার পাওয়া যাবে একসঙ্গে। তারা এবার কাজ করলেন ‘ইয়েহি হু ম্যায়’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে।

এর দৃশ্যগ্রহণ হয়েছে হিমাচল প্রদেশে। পুরো কাজটা সম্পন্ন হয় দু’দিনের মধ্যে।

এটি একটি নস্টালজিক গান। ইয়ামির দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছে গল্প। তাদের দু’জনকেই দেখা যাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়ার ভূমিকায়। গানটি গেয়েছেন রোশাক কোহলি। প্রযোজনায় ভূষাণ কুমার। নির্দেশনায় অমিত রায়। তিনি বলেছেন, ‘আয়ুষ্মান ও ইয়ামির রসায়ন দারুণ লেগেছে পর্দায়। তাদের নিয়ে পরে কেনো কাজ হলো না তা ভেবে অবাক হই। ’

এর আগে আয়ুষ্মান অভিনীত ‘নওটঙ্কি সালা’ ছবির ‘মিট্টি ডি খুশবু’ গানটি গেয়েছিলেন রোশাক।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।