ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন দিনেই ১০০ কোটির ঘরে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
তিন দিনেই ১০০ কোটির ঘরে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির দৃশ্যে সালমান খান ও সোনম কাপুর

প্রথম দিন ৪০ কোটি ৩৫ লাখ, দ্বিতীয় দিন ৩১ কোটি ৫ লাখ এবং তৃতীয় দিন ৩০ কোটি ৭ লাখ রুপি আয় করেছে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’। ফলে তিন দিনে এটি ঢুকে গেছে ১০০ কোটির ক্লাবে।

শুধু ভারতেই এর আয়ের পরিমাণ এখন ১০১ কোটি ৪৭ লাখ রুপি।

ভারতের বাইরে বিভিন্ন দেশেও রমরমিয়ে চলছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’। উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) ২ কোটি ৬৮ লাখ, যুক্তরাজ্যে ১ কোটি ৯২ লাখ, সংযুক্ত আরব আমিরাতে ৪ কোটি ৩৩ লাখ, অস্ট্রেলিয়ায় ৪১ লাখ আর অন্যান্য দেশ মিলিয়ে ১ কোটি ২৭ লাখ রুপি আয় করেছে ছবিটি।

এর আগে মাত্র তিন দিনে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে পেরেছে তিনটি ছবি। এগুলো হলো- সালমানের ‘বজরঙ্গি ভাইজান’, আমির খানের ‘ধুম থ্রি’, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। কম সময়ে এই অর্জনের স্বাদ একবারের বেশি পেয়েছেন কেবল সল্লুই।

ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে গত ১২ নভেম্বর ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’। প্রথম দিন থেকেই ধন-দৌলতের বৃষ্টি ঝরাচ্ছে এই ছবি। বলিউডের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের দিক দিয়ে এটি স্থান করে নিয়ে দুই নম্বরে। সামনে আছে শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ (৪৪ কোটি ৯৭ লাখ রুপি)।

‘প্রেম রতন ধন পায়ো’ ছবির মাধ্যমে ১৬ বছর পর সুরজ বরজাতিয়ার পরিচালনায় অভিনয় করলেন সালমান। এতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া।

বাংলাদেশ সময় : ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।