ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্যারিসের জন্য: শ্রদ্ধা, বাতিল ও অন্যান্য

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
প্যারিসের জন্য: শ্রদ্ধা, বাতিল ও অন্যান্য

ফ্রান্সের প্যারিসে হামলায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি প্রার্থনা ও সমবেদনা অব্যাহত রেখেছেন বিভিন্ন দেশের তারকারা। প্যারিসে আছেন কিংবা বেড়াতে গিয়েছিলেন এমন অনেক তারকা ব্যক্তিগতভাবে নানান পদক্ষেপ নিচ্ছেন।

অনেকে প্যারিসবাসীকে কোনো না কোনো উপায়ে সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। হলিউডের কয়েকজন তারকার প্রতিক্রিয়া দেওয়া হলো এখানে।

সংগীত দুনিয়ার উদ্যোগ
নিহতদের বেশিরভাগই ছিলেন সংগীতপ্রেমী। বাতাক্লঁ কনসার্ট হলে হামলাকারীদের উপর্যুপরী গুলিতে নিহতদের মধ্যে ছিলেন ঈগলস অব ডেথ মেটাল ব্যান্ডের মার্সেন্ডাইজিং ম্যানেজার নিক আলেক্সান্ডার। তাই গানের শিল্পীদের শোক আর উদ্যোগ বেশি দেখা যাচ্ছে।

প্যারিস কনসার্ট বাতিলের পর বোনো তার ব্যান্ড ইউটুর সদস্যরা বাতাক্লঁ কনসার্ট হলের কাছে স্মরণস্থানে ফুল দিয়েছেন। এক সাক্ষাৎকারে বোনো বলেন, ‘আমরা বুঝতে পারছি, হামলাকারীরা গান পছন্দ করে না। তবুও প্যারিসে আবার গান-বাজনা করার জন্য মুখিয়ে থাকবো। হামলাকারীরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে না। ’

প্যারিস হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১৪ নভেম্বর রাতে ফ্লোরেন্স অ্যান্ড দ্য মেশিন তাদের সিডনি কনসার্টে থামিয়ে দেয় সাময়িকভাবে। ফরাসিদের প্রতি সম্মান জানাতে ব্যান্ডের গায়িকা ফ্লোরেন্স ওয়েলশ দর্শক-শ্রোতাকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সঙ্গে ভক্তদেরকে মোবাইল ফোনের টর্চ জ্বালানোর আহ্বান জানান তিনি। তার ভাষ্য, ‘এই নীরবতার মাধ্যমে প্যারিস ও বিশ্বের অন্যান্য দেশে সংঘটিত শোকাবহ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ভালোবাসা পাঠিয়ে দিলাম আমরা। ’

আইরিশ ব্যান্ড ইউটুর পর ফু ফাইটার্স ব্যান্ডও তাদের প্যারিস কনসার্ট বাতিল করেছে। অল্টারনেটিভ রক ব্যান্ড ডেফটোন্সও প্যারিসে সংগীত পরিবেশন করতে যাচ্ছিলো। তারা ছিলেনও বাতাক্লঁ কনসার্ট হলের কাছে। এর সদস্যরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তদের জানান, তারা সময়মতো হামলার স্থান থেকে সরে যেতে পেরেছেন ও নিরাপদে আছেন।

চলতি মাসের শেষে প্যারিসে কোল্ডপ্লে ও দ্য ফু ফাইটার্স ব্যান্ডের সংগীত পরিবেশন করার কথা ছিলো। কিন্তু দুটি ব্যান্ডই তা বাতিল করেছে। ব্যান্ডগুলোর সদস্যরা বলেছেন, ‘সংজ্ঞাহীন সহিংসতার কারণে সীমান্ত বন্ধ ও বিশ্বজুড়ে শোকাবহ পরিস্থিতি বিরাজ করায় আমরা গান করতে পারবো না। ’

তারকাদের সহযোগিতার হাত
হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন ও ‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রী কার্স্টেন ডান্সট প্যারিসে বিভিন্ন দূতাবাসের ফোন নাম্বার শেয়ার করেছেন। ফলে বিভিন্ন দেশের মানুষ স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। আরেক অভিনেত্রী সোফিয়া বুশ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যদি প্যারিসে কেউ নিরাপত্তা চান অথবা গৃহহীন মানুষকে স্বর্গতুল্য জায়গা দিতে পারেন তাহলে প্যারিসের অধিবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। নিরাপদে থাকুন। ’

প্রদর্শনী বাতিল
টম হ্যাঙ্কস ও নির্মাতা স্টিভেন স্পিলবার্গ এখন জার্মানির বার্লিনে ‘ব্রিজ অব স্পাইস’ ছবির প্রচারণা চালাচ্ছেন। রোববার (১৫ নভেম্বর) একই কাজে প্যারিসে আসার কথা ছিলো তাদের। কিন্তু সন্ত্রাসী হামলার কারণে ছবিটির প্রিমিয়ার বাতিল করা হয়েছে। এ ছাড়া গত ১৪ নভেম্বর নাটালি পোর্টম্যানের “জেন’স গট অ্যা গান’ ছবির প্রিমিয়ার স্থগিত করা হয়। চলতি বছরের শুরুতে স্বামী বেঞ্জামিন মিলেপাইডের সঙ্গে প্যারিস চলে আসেন নাটালি।

প্যারিসে তারকারা
হলিউড তারকা জনি ডেপের কন্যাসন্তান লিলি রোজ প্যারিসে পার্টিতে মেতেছিলেন। ঘরে ফেরার কিছুক্ষণ পর হামলার কথা জেনে একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ রাতে পার্টিতে যেতে ঘর থেকে বের হওয়ার আগে তুলেছিলাম এটা। যেখানে এই বিভীষিকা শেষের অপেক্ষায় ভীতি নিয়ে আটকে আছে আমার বন্ধুরা। ’

সেলফি পোস্ট করার সিদ্ধান্ত প্রসঙ্গে এক ভক্তের প্রশ্নের উত্তর দিয়ে লিলি লিখেছেন, ‘হামলার আগে এটাই ছিলো আমার শেষ ছবি। প্যারিসের সবার কাছেই এটা আতঙ্কের ও আবেগপ্রবণ রাত এটা। ভালোবাসা প্রকাশের আহ্বান রইলো সবার প্রতি। ’

হামলার আগে প্যারিসে সংগীত পরিবেশন করে ওয়ান রিপাবলিক। এই ব্যান্ডের সদস্যরা বলেন, ‘শহরটা ছাড়তে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম একে৪৭ আর গ্রেনেড দিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা কাছাকাছি একটা অফিসে জিম্মির মতো আছি। এটা অবিশ্বাস্য লাগছে। ’

‘সুইসাইড স্কোয়াড’ ছবির তারকা ও থার্টি সেকেন্ডস টু মার্স ব্যান্ডের গায়ক জারেড লেটো লিখেছেন, ‘মাত্র শুনলাম আমাদের ব্যান্ডের প্রাক্তন সদস্যও আছেন জিম্মি হয়ে থাকা মানুষদের মধ্যে। অবিশ্বাস্যরকম দুঃখজনক ও ভয়ঙ্কর ঘটনা। ’ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ ছবির অভিনেত্রী নিনা ডবরেভ লিখেছেন, ‘আমার কলিজা শুকিয়ে আসছিলো ভয়ে আর কান্নায়। প্যারিসে আমার পরিবার নিরাপদে আছে জেনে স্বস্তি পেলাম। ’

নারকীয় তাণ্ডব
লেডি গাগা যে প্রতিক্রিয়া দেখালেন তা কেবল লেডি গাগাই পারেন! ক্ষুব্ধ হয়ে তিনি এই নারকীয় তাণ্ডবলীলার প্রতিবাদ জানিয়েছেন। নিজের রক্তজড়ানো পুরনো একটি ছবি পুনরায় পোস্ট করে হামলাকারীদের উদ্দেশ্যে মধ্যম অঙ্গুলি দেখিয়েছেন মার্কিন এই পপতারকা। এ যাত্রায় ফেসবুকের চলমান একাত্মতা ঘোষণার অংশ হিসেবে ফরাসি পতাকার রঙ জুড়ে দিয়েছেন ছবিতে।

এদিকে অস্ট্রেলিয়ান মডেল ইমোজেন অ্যান্থনি প্যারিস হামলার ন্যাক্কারজনক ঘটনার দুই ঘণ্টা পর ভীষণ রেগে নিজের একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যাচ্ছে, অন্তর্বাস পরে শারীরিক গড়নকে আইফেল টাওয়ারের মতো সাজানোর চেষ্টা করেছেন তিনি।

সংহতি
পুরস্কার গ্রহণ করতে গিয়ে প্যারিসে নিহতদের জন্য এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান জাস্টিন বিবার। তার ভাষ্য, ‘বিশ্বে এখন দুঃখজনক কিছু ব্যাপার ঘটছে। তাই সবার উচিত এক মুহূর্ত নীরব থাকা। ’ এর আগের দিন প্যারিসে হামলার দুই ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে সংগীত পরিবেশন করেন বিবার। ঘটনাটি শুনে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। তার কথায়, ‘সব বেদনা আর ঘন আঁধারের মাঝেও সৃষ্টিকর্তা আমাদেরকে আলোকিত করে রেখেছেন। প্যারিসে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বাভাবিক জীবনযাপন ফিরে আসার জন্য প্রার্থনা করি। শুধু শান্তি চাই আমরা। ’

জন লেননের ‘ইমাজিন’
বাতাক্লঁ কনসার্ট হলের বাইরে জনৈক এক সংগীতশিল্পী বিশাল এক পিয়ানো নিয়ে বসেছেন। তাকে ঘিরে আছেন শোকাহত মানুষ। পিয়ানোর ওপর রয়েছে শান্তির প্রতীক। তিনি জন লেননের শান্তিকামী গান ‘ইমাজিন’-এর সুর তুলেছেন পিয়ানোতে। ফরাসি এক সাংবাদিক তার ক্যামেরায় ঘটনাটির বর্ণনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।