ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লরেন্সকে ভয় জাগায় মঞ্চ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
লরেন্সকে ভয় জাগায় মঞ্চ! জেনিফার লরেন্স

সাম্প্রতিক সময়ে হলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রী হয়ে গেছেন জেনিফার লরেন্স। অস্কারজয়ী এই তারকা কাজ করেছে ‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘এক্স-মেন’ ফ্রাঞ্চাইজিতে।

২৫ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী আর যাই হোক, একটা বিষয়ে অনড়। তা হলো মঞ্চে কখনও অভিনয় না করা। এ নিয়ে পরিকল্পনার ধারেকাছেও নেই তিনি।

লরেন্স এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মঞ্চ আমাকে ভয় জাগায়। মঞ্চে কণ্ঠের যথাযথ ব্যবহার ও শারীরিক শক্তি প্রয়োগ করে কাজ করতে হয় বলে ভেতর থেকে ভয় চলে আসে আমার মধ্যে। চলচ্চিত্রে কৌশলী হয়ে অভিনয় করা যায়। সেটা আমি পারি। ’

‘জয়’ ছবির সহশিল্পী ইসাবেলা রোসেল্লিনি চেষ্টা করেছিলেন লরেন্সকে মঞ্চে উদ্বুদ্ধ করার। কিন্তু ভয়টা কোনোভাবেই যাচ্ছে না। আর যাবে বলেও মনে হয় না! তিনি বলেন, ‘ইসাবেলা রোসেল্লিনি বলেছিলেন, মঞ্চকে ভালোবাসা উচিত আমার। কারণ এটা পুরোপুরি অভিনয়ের জায়গা। কিন্তু তিন টেকের বাইরে যদি কিছু করতে যাই তাহলে মনে হয় যেন মরে যাবো! প্রতিবারই নাটক দেখতে গেলে সবাইকে বলতে শুনি, প্রতিটি প্রদর্শনীতে নাকি পুরোপুরি আলাদা অভিজ্ঞতা হয়। বাবারে বাবা!’

বাংলাদেশ সময় : ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।