ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুরো ছবিতে আসল সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
পুরো ছবিতে আসল সালমান! সালমান খান

‘সুলতান’ নামের একটি ছবিতে কুস্তিগীর চরিত্রে কাজ করবেন সালমান খান, এ খবর জানতে কারও বাকি নেই! নতুন খবর হলো, এর মারামারির দৃশ্যগুলোতে তিনি নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই পুরো ছবিতেই পাওয়া যাবে আসল সালমানকে!

কুস্তিগীর চরিত্রে অভিনয় করতে গিয়ে আমির খান চোট পেয়ে বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন।

এটাও মাথায় রাখছেন সল্লু। বলিউডের এই সুপারস্টার বললেন, ‘আমি নকল সালমান ব্যবহার করবো না। মারামারির দৃশ্যগুলোতে দর্শকরা আমাকেই দেখবেন। প্রয়োজনে প্রচুর খাটবো। আমাকে আরও শক্তিশালী হতে হবে। এখন আমার ওজন ৮৮ কিলো। আরও ছয় কিলো ওজন বাড়াতে হবে। পরে আবার ৭০ কিলোতে ফিরে আসবো। সবই পেশীর ব্যাপার। ’

এদিকে বর্ষীয়ান অভিনেতা সাঈদ জাফরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সালমান। তারা দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। বলিউডের মতো হলিউডেও সাঈদ জনপ্রিয় ছিলেন। তবে হলিউডে আগ্রহ নেই সালমানের। ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘আমি ভারতে কাজ করতে এবং হিন্দিতে কথা বলতে পছন্দ করি। কিন্তু হঠাৎ এতো বছর পর যদি হিন্দি ছেড়ে করে ইংরেজিতে কথা বলা শুরু করি তাহলে আমাকে দেখতে একটু বেমানান লাগবে। ভারতে আমি সুখেই আছি। ’

সালমান আরও বলেন, ‘হলিউডের কাজ খুব পরিশ্রমের। আমাদের এখানে আরামেই কাজ করা যায়। বলিউডে সবার সম্মান পেয়েছি। এখানে আসতে অনেক সময় দিতে হয়েছে। পরিশ্রমও করেছি। তাই অন্য কোথাও যেতে চাই না। ’

এ বছর ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’, সালমানের দুটি ছবিই মারকাটারি ব্যবসা করেছে। যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে। এ ছবির জন্য দিনরাত ২৪ ঘণ্টা হরিয়ানভি ভাষা শেখার কোচ পাচ্ছেন সালমান।  

বাংলাদেশ সময় :০৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।