ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেশে ফিরলেন শাবনূর

মনজুরুল আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
দেশে ফিরলেন শাবনূর শাবনূর/ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই মাস আগে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন শাবনূর। গত ১৫ নভেম্বর রাতে দেশে ফিরে এসেছেন তিনি।

আশা করা হচ্ছে, এবার চলচ্চিত্রে নিয়মিত হবেন জনপ্রিয় এই অভিনেত্রী।

জানা গেছে, ওজন কমিয়েছেন শাবনূর। ক্যামেরার সামনে নিয়মিত হওয়ার পরিকল্পনা থেকেই তার এই প্রস্তুতি। তিনি দেশে ফেরায় ভক্তরা খুশি। ফেসবুকে অনেকে তার ছবি পোস্ট করে নিয়মিত কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।   

এদিকে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘জনম জনম’ নামের একটি ছবি হাতে নিয়েছিলেন শাবনূর। কিন্তু নানা কারণে এর কাজ শুরু হয়নি। শাবনূর ফেরায় এর দৃশ্যধারণ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাবনূরের ‘স্বপ্নের বিদেশ’, ‘অবুঝ ভালোবাসা’, ‘এমনও তো প্রেম হয়’, ‘পাগল মানুষ’ ছবিগুলো।

বাংলাদেশ সময় : ০২১২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।