ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মধুচন্দ্রিমায় সুমাইয়া শিমু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
মধুচন্দ্রিমায় সুমাইয়া শিমু সুমাইয়া শিমু

বিয়ে হয়েছে গত ২৮ আগস্ট, প্রায় মাসতিনেক পর মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগটা মিললো সুমাইয়া শিমু-নজরুল ইসলাম দম্পতির। অস্ট্রেলিয়ার মেলবোর্নে কিছুদিন কাটিয়ে তারা গেছেন পাশের দেশ নিউজিল্যান্ডের কুইন্সটাউনে।

জায়গাটি যেন ভূখন্ডে এক টুকরো স্বর্গ!

শীতের হিমেল হাওয়ায় জমিয়ে ঘোরাঘুরি করছেন দু’জনে। সেসবের এক টুকরো তারা ছড়িয়ে দিয়েছেন ফেসবুকে। মধুচন্দ্রিমার বেশকিছু ছবি পোস্ট করেছেন শিমু।

শিমু এখন মন দিয়েছেন সংসারে। বিয়ের পর দু’একটি নাটকে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর আর দেখা যায়নি। ব্যস্ত হয়েছেন সংসার নিয়ে। তার স্বামীও ব্যস্ত মানুষ, একটি বেসরকারি সংস্থার কান্ট্রি ডিরেক্টর পদে কর্মরত। সবকিছু থেকে ছুটি নিয়ে ক’টা দিন তারা বেছে নিলেন নিজেদের জন্য।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।