ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবরী পাচ্ছেন আজীবন সম্মাননা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
কবরী পাচ্ছেন আজীবন সম্মাননা সারাহ বেগম কবরী

চলচ্চিত্রের মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরী জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ অভিনয়জীবনে দেশ-বিদেশে পেয়েছেন বিভিন্ন সম্মাননা ও পুরষ্কার। এই তালিকায় এবার যুক্ত হচ্ছে আরেকটি সম্মাননা।

তাকে আজীবন সম্মানা দেবে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি (কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ)।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৪। সিজেএফবির এটি ১৫তম আসর। এই আসরেই কিংবদন্তি কবরীকে তার সার্বিক কর্মকাণ্ডের ওপর বিবেচনা করে সংগঠনটি আজীবন সম্মাননা দিচ্ছে।  

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশায় এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প-সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা। এতে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।