ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিপিএলে প্রতিদিন আমব্রিন ও পামেলা

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বিপিএলে প্রতিদিন আমব্রিন ও পামেলা

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসর দরজায় কড়া নাড়ছে। প্রতিদিনের খেলা সরাসরি দেখানোর পাশাপাশি খেলা শুরুর আগে, মাঝে ও পরে থাকছে চ্যানেল নাইনের বিশেষ আয়োজন।

এগুলো সঞ্চালনা করবেন বাংলাদেশের অভিনেত্রী-উপস্থাপিকা আমব্রিন ও কলকাতার অভিনেত্রী পামেলা সিং ভুটোরিয়া।

বিপিএলের আগের দুই আসরের উপস্থাপিকা ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান এবার থাকছেন না। চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন। নতুন দুই উপস্থাপিকার মধ্যে স্বাভাবিকভাবেই পামেলা থাকবেন আলোচনার কেন্দ্রে। জানা গেছে, তিনি মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতার সেমিফাইনালিস্ট ছিলেন। কলকাতায় ‘টান’, ‘জলে জঙ্গলে’ ও ‘বাপি বাড়ি যা’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন পামেলা।  

এদিকে ২০ নভেম্বর থাকছে বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এদিন মঞ্চ মাতাতে আসছেন বলিউড তারকা হৃতিক রোশন, শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ ও ভারতীয় সংগীতশিল্পী কেকে। থাকছে এলআরবি ব্যান্ড, চিরকুট ব্যান্ড ও মমতাজের পরিবেশনা। মঞ্চে উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।