ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রানীর বেবি শাওয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
রানীর বেবি শাওয়ার রানী মুখার্জি

আগামী বছরের জানুয়ারিতে প্রথম সন্তানের মুখ দেখবেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। তাই বলিউডে তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা দারুণ উচ্ছ্বসিত।

নতুন অতিথিকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত পুরো চোপড়া পরিবার। এরই অংশ হিসেবে জমকালো আয়োজনে হতে যাচ্ছে বেবি শাওয়ার।

রানী এখন চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন। তার মুখপাত্র আশাবাদ ব্যক্ত করে জানান, আগামীকালের (১৯ নভেম্বর) মধ্যে বাড়িতে ফিরবেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। এরপর বেবি শাওয়ারের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

এদিকে ধারণা করা হচ্ছে, রানীর সন্তানের জন্ম হবে ভারতের বাইরে অন্য দেশে। তার স্বামী আদিত্য চোপড়ারও একই পরিকল্পনা। অনাগত সন্তানের জন্য নতুনভাবে ঘর সাজাচ্ছেন তিনি। যশ চোপড়ার এই জ্যেষ্ঠ পুত্র প্রথম সংসারে বাবা হতে পারেননি। তাই তার আনন্দের মাত্রাটা একটু বেশি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।