ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় ‘স্পেক্টর’ ছবির বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ঢাকায় ‘স্পেক্টর’ ছবির বিশেষ প্রদর্শনী ‘স্পেক্টর’ ছবির দৃশ্যে ড্যানিয়েল ক্রেগ

ঢাকা: কিছুদিন আগে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’। মুক্তির পরপরই আলোচনা তৈরি করে এটি।

ছবিটিকে ঘিরে বাংলাদেশি দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। ঢাক‍ায় ছবিটির সৌজন্য প্রদর্শনীর আয়োজন করেছে সাকো ওয়াচ কোম্পানি ও ঘড়ির বিখ্যাত ব্র্যান্ড ওমেগা।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লু হরাইজন বিস্ট্রোতে আগামীকাল শনিবার (২১ নভেম্বর) বিকেল চারটায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে প্রায় দুই শতাধিক আমন্ত্রিত অতিথি ছবিটি উপভোগ করবেন।

সাকো ওয়াচ কোম্পানি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম আতিকুর রহমান বলেছেন, ‘আমাদের কোম্পানি চল্লিশ বছর ধরে বাংলাদেশে বিখ্যাত ব্র্যান্ড ওমেগার একমাত্র পরিবেশক। জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেগ ওমেগার পণ্যদূত। তাই জেমস বন্ডের নতুন ছবির সৌজন্যমূলক প্রদর্শনীর আয়োজন করেছি। ’

বন্ডের নতুন ছবিটি সম্প্রতি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। এতে ড্যানিয়েল ক্রেগের পাশাপাশি অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি, লেয়া সেদু, ক্রিস্টফ ওয়াল্টজ, নাওমি হ্যারিস, বেন হুইশো, ডেভ বুটিস্টা, রালফ ফাইনেসসহ অনেকে। এটি পরিচালনা করেছেন স্যাম মেন্ডেস।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
একেএ/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।