ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনে ‘অজানা’ সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
জন্মদিনে ‘অজানা’ সুস্মিতা সেন সুস্মিতা সেন

১৯৭৫ সালর ১৯ নভেম্বর হায়দারাবাদে এক বাঙালি পরিবারে জন্মগ্রহন করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তারা বাবা শুভের সেন ইন্ডিয়ান এয়ার ফোর্স ‌উইং কমান্ডার ছিলেন।

মা শুভ্রা সেন ছিলেন গহনার ডিজাইনার। আজ শুক্রবার ১৯ নভেম্বর তার ৪০তম জন্মবার্ষিকী। সুস্মিতাই প্রথম ভারতীয় নারী যিনি ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট মাথায় তোলেন। চলুন জেনে নেওয়া যাক তার অজানা কিছু কথা।

১. মিস ইউনিভার্স প্রতিযোগীতায় তিনি যে গাউনটি পড়েছিলেন সেটি বিখ্যাত কোনো ডিজাইনারের তৈরি করা ছিলো না। সুস্মিতার মা সেই গাউনটি নিজের হাতে তৈরি করেছিলেন।

২. ১৯৯৬ সালে বলিউড অভিষেক হয় সুস্মিতা সেনের। এরপর ২০০০ সালে ‘বিবি নম্বর ১’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার, আইফা ও স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড পুরস্কার জেতেন।

৩. খুব কম মানুষই জানেন বলিউডের এই অভিনেত্রী কবিতা লিখতে পছন্দ করেন। সময় পেলে কবিতা লিখতে বসে পড়েন তিনি।

৪. ফারাহ খান পরিচালিত ‘ম্যায় হুনা’ ছবিতে প্রথম শাড়ি পড়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।