ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গণিতবিদই অংকে কাঁচা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
গণিতবিদই অংকে কাঁচা! দেব প্যাটেল

‘দ্য ম্যান হু নিউ ইনফিনিটি’ নামের একটি ছবিতে ভারতীয় বংশোদ্ভুত বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজানের ভূমিকায় অভিনয় করেছেন দেব প্যাটেল। অথচ বাস্তবে তিনি অংকে পুরোপুরি কাঁচা! ইন্টান্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ‍ইন্ডিয়ার (আইএফএফআই) এক অনুষ্ঠানে একথা অকপটে স্বীকার করেছেন হলিউডের এই অভিনেতা।

খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

চরিত্রের প্রয়োজনে গণিতবিদ হয়েছেন ঠিকই, পরীক্ষায় অংকে যে নম্বর পেতেন তা দেবের জন্য ছিলো বিব্রতকর। কারণ তার বাবা ছিলেন পেশায় হিসাবরক্ষক। ২৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘স্কুলে পড়ার সময় বিব্রত হতাম। অংকে খুবই খারাপ ছিলাম। আমার বাবা হিসাবরক্ষক হওয়ায় লজ্জাটা আরও বাড়তো। তবে ক্যামেরার সামনে কিন্তু আমি বিখ্যাত গণিতবিদ!’

অভিনয় করতে এসেও অংকে কাঁচা থাকার দিকটি ভুগিয়েছে দেবকে। বাস্তবে যিনি হিমশিম খাচ্ছেন হিসাব মেলাতে, তিনিই কি-না পর্দায় কঠিন সব সংখ্যাতত্ত্ব তৈরি করে ফেলছেন! ঝামেলা তো হবেই।

ম্যাথু ব্রাউনের পরিচালনায় ছবিটিতে আরও আছেন জেরেমি আয়রনস, টোবি জোন্স, স্টিফেন ফ্রাই প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।