ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে বাঘের মতো ভয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সালমানকে বাঘের মতো ভয়! সালমান খান ও জেরিন খান

সালমান খানের হাত ধরে ২০১০ সালে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন জেরিন খান। তাই বলিউডের এই সুপারস্টারের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই।

সল্লুর নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নুয়ে আসে তার, সঙ্গে ভয়ও কাজ করে! ভয়েই ‘হেট স্টোরি থ্রি’ ছবিতে উত্তেজক দৃশ্যে কাজ করার কথা সালমানকে জানাননি ২৮ বছর বয়সী এই অভিনেত্রী।

পর্দায় যৌন দৃশ্য তো দূরের কথা, চুম্বনও সমর্থন করেন না সালমান। পাছে তিনি কি মনে করেন এই দ্বিধা থেকেই ‘হেট স্টোরি থ্রি’র অন্তরঙ্গ দৃশ্যগুলোর কথা চেপে গেছেন জেরিন। এ কারণে জেরিন বললেন, ‘সালমান যদি বকে দেন! যদি কাজটা করতে না দেন এই ভেবে প্রচণ্ড ভয় পেয়েছিলাম!’

‘বিগ বস’-এর ঘরে ছবিটির প্রচারণা চালাতে এসে একথা জানান জেরিন। তবে তার প্রশংসাই করলেন রিয়েলিটি শোটির উপস্থাপক সালমান।

বিশাল পান্ডে পরিচালিত ‘হেট স্টোরি থ্রি’তে আরও অভিনয় করেছেন ডেইজি শাহ। বলিউডে তারও পথচলা শুরু হয় সালমানের হাত ধরে। তারা একসঙ্গে কাজ করেছেন ‘জয় হো’ ছবিতে। ‘হেট স্টোরি থ্রি’ মুক্তি পাবে ১১ ডিসেম্বর।

* ‘হেট স্টোরি থ্রি’ ছবির ‘ওয়াজাহ তুম হো’ গানের ভিডিও :


** সেই গান নতুনভাবে (ভিডিও)
** সালমানের শরীরচর্চা কেন্দ্রে ডেইজি (ভিডিও)

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।