: আপনি কে?
: শাহ আব্দুল করিমের এক শিষ্যের ভালোবাসার মানুষ।
উত্তর শানুর।
যে চলচ্চিত্রে শানু আছেন, আর আছেন শাহ আব্দুল করিম! মরমী ও বাউল গানের এ সাধকের জীবন নিয়ে তৈরি হচ্ছে ‘রঙের দুনিয়া’ নামের ছবিটি। এতে অভিনয় করছেন শানু। ইতোমধ্যে পুবাইলের ভাদুনে দু’দিন দৃশ্যধারণেও অংশ নিয়েছেন তিনি। তার কথায়, ‘ছবিটিতে আমার চরিত্রটি বেশি দীর্ঘ না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ’
undefined
‘রঙের দুনিয়া’ পরিচালনা করছেন মোক্তাদির ইবনে সালাম। শাহ আব্দুল করিমের জীবনের কয়েকটি ধাপ উঠে আসবে এতে। গায়ক-অভিনেতা আগুন অভিনয় করছেন যুবক শাহ আব্দুল করিমের চরিত্রে। আর বাউল গানের এ কিংবদন্তি যখন যৌবন ছাড়িয়ে বার্ধক্যের দিকে, ওই সময়ের শাহ আবদুল করিম হবেন খায়রুল আলম সবুজ।
স্বাধীন খসরুও অভিনয় করছেন ছবিটিতে। জানা গেছে, শাহ আবদুল করিমের পরিবারের সঙ্গে আলোচনা করেই কাজ শুরু করেছেন পরিচালক। তিন বছর ধরে এর চিত্রনাট্য তৈরি করেছেন শাহ আবদুল করিম গবেষক সিদ্দিকী হারুন।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
কেবিএন/জেএইচ