ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক ঘণ্টা স্মৃতি ছিলো না কাজলের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এক ঘণ্টা স্মৃতি ছিলো না কাজলের কাজল দেবগণ

এ তো ভয়ংকর ঘটনা! কাজল নাকি স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েছিলেন। পুরো এক ঘণ্টা কাউকে চিনতে পারছিলেন না! শাহরুখ খান এমনটিই জানিয়েছেন সাক্ষাৎকারে।

এমন ঘটনা ঘটেছে ‘দিলওয়ালে’র দৃশ্যধারণ চলাকালে।

৫০ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, ‘দিলওয়ালের শুটিংয়ের সময় হঠ‍াৎ করেই অসুস্থ হয়ে পড়েন কাজল। প্রায় এক ঘণ্টা ও কাউকেই চিনতে পারছিলো না। আমরা তখন অজয়কে (দেবগণ) খবর দেই। অজয় আসার পর ওর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে। তারপর ধীরে ধীরে কাজল সুস্থ হয়। ’

তবে এমন ঘটনা এটাই নাকি প্রথম নয়। শুটিংস্পটে অসুস্থ হয়ে সবাইকে ভড়কে দেওয়ার কাহিনী আগেও আছে কাজলের। কিং খান জানিয়েছেন সে ঘটনাও, “এর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শুটিংয়ের সময় আমি আর কাজল সাইক্লিং করছিলাম, সে সময়ও জ্ঞান হারিয়ে ফেলেছিলো সে। ”

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।