ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মন্দনার ঝুলিতে সালমানের ‘সুলতান’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মন্দনার ঝুলিতে সালমানের ‘সুলতান’? সালমান খান ও মন্দনা করিমি

সালমান খানের ‘সুলতান’ খবরের শিরোনাম থেকে যেন সরছেই না! এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে নায়িকা কে হচ্ছেন তা নিয়ে ওঠা গুঞ্জন। দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, কৃতি স্যানন- কতোজনের নামই না শোনা গেলো।

কিন্তু শেষ পর্যন্ত সবই গুজব হয়ে গেছে।

এবার গুঞ্জন ছড়িয়েছে- ‘সুলতান’ ছবির নায়িকা হচ্ছেন মন্দনা করিমি। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নবম আসরের প্রতিযোগী তিনি। এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন সালমান। চলতি বছরের সেপ্টেম্বরে ইরানি এই সুন্দরীকে দেখা গেছে ‘ভাগ জনি’ ছবিতে। তার পরের ছবি ‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’ মুক্তি পাবে আগামী মাসে।

‘মেরে ব্রাদার কি দুলহন’ বা ‘গুন্ডে’র পর ‘সুলতান’ পরিচালনা করতে যাচ্ছেন  আলি আব্বাস জাফর। জানা গেছে, আনকোরা একজনকেই খুঁজছিলো প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। তাই মন্দনাকে বেছে নিয়েছেন তিনি। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত এটা গুঞ্জন হিসেবেই থাকছে। যদি তা সত্যি হয় তাহলে মন্দনাকে আর ঠেকায় কে!

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।