ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেলুলয়েডে হুমায়ূন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
সেলুলয়েডে হুমায়ূন হুমায়ূন আহমেদ

প্রয়াত নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নিয়ে উৎসব হতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দেখানো হবে তার চারটি ছবি।



আয়োজক চোখ ফিল্ম সোসাইটি সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় ‘চন্দ্রকথা’ ও সন্ধ্যা ৬টায় থাকছে ‘নয় নম্বর বিপদ সংকেত’। পরদিন বিকেলে ‘শ্যামল ছায়া’ আর সন্ধ্যায় রয়েছে ‘ঘেটুপুত্র কমলা’।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।