ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়দিনে স্টার সিনেপ্লেক্সে নতুন ‘স্টার ওয়ারস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বড়দিনে স্টার সিনেপ্লেক্সে নতুন ‘স্টার ওয়ারস’

দুনিয়াজোড়া কোটি কোটি চলচ্চিত্রপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি। গত ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’।

বাংলাদেশের দর্শকদের জন্য আশার খবর, রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এটি চলবে আগামী ২৫ ডিসেম্বর বড়দিন থেকে। এর আগের দিন এখানেই জমকালো আয়োজনে ছবিটির প্রিমিয়ার হবে। এজন্য স্টার সিনেপ্লেক্সে বসানো হচ্ছে লালগালিচা।

তিন দশকেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরলো সর্বকালের অন্যতম সফল সিরিজ ‘স্টার ওয়ারস’-এর নতুন ছবি। তাই প্রথম প্রদর্শনীর টিকিটের চাহিদা ছিলো ব্যাপক। নজিরবিহীন চাহিদার কারণে আগাম টিকিট বিক্রির মাধ্যম ওডিওন এবং পিকচার হাউসের ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গিয়েছিলো! মুক্তির পরপরই ব্যাপক সাড়া ফেলেছে ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’।

২০ কোটি ডলার বাজেটের ছবিটি এরই মধ্যে বিশ্বব্যাপী আয় করে ফেলেছে ৫৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ছবিটির প্রযোজনা সংস্থা ডিজনি জানিয়েছে, শুধু ১৭ ডিসেম্বরের প্রিভিউ থেকেই তারা ঘরে পেয়েছেন ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর মাধ্যমে ‘হ্যারি পটার: দ্য ডেথলি হ্যালোজ পার্ট টু’র ৪ কোটি ৩৫ লাখ ডলার আয়ের রেকর্ডকে পেছনে ফেলেছে এটি। আর ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার পর ছবিটির আয়ের খাতা খুলেছে ১০ কোটি মার্কিন ডলার নিয়ে। যুক্তরাষ্ট্রের বাইরে ৪৪টি দেশ থেকেও ‘স্টার ওয়ার্স’-এর সপ্তম কিস্তি তুলে এনেছে প্রায় ৭ কোটি ২৭ লাখ মার্কিন ডলার। মুক্তির প্রথম সপ্তাহে ২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করে রেকর্ড গড়েছে ছবিটি। এ বছরের জুনে আগের রেকর্ডটি (২০ কোটি ৮৮ লাখ ডলার) করেছিলো ‘জুরাসিক ওয়ার্ল্ড’।

আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পাবে গ্রিস এবং ভারতে। এ ছাড়া চীনে মুক্তি পাবে আগামী মাসে। জে. জে. আব্রামস পরিচালিত এবারের ছবিতে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, লুপিটা নিয়ঙ্গো, মার্ক হ্যামিল, ক্যারি ফিশার, ডেইজি রিডলি, অ্যাডাম ড্রাইভার, অস্কার ইসাক, অ্যান্ডি সার্কিসসহ অনেকে।

‘স্টার ওয়ারস’-এর স্রষ্টা জর্জ লুকাস। ১৯৭৭ সাল থেকে তিনি এই ফ্রাঞ্চাইজির ছয়টি ছবি নির্মাণ করেন। ২০০৫ সাল পর্যন্ত এ সিরিজের ছয়টি ছবি মুক্তি পেয়েছে। এগুলোর মোট আয়ের পরিমাণ ৪৪০ কোটি ডলার। তিন বছর আগে লুকাস ফিল্ম থেকে ৪০০ কোটি ডলারের বিনিময়ে সিরিজের স্বত্ত্ব কিনে নেয় ডিজনি। তারা যে ভুল করেনি, তা তো প্রমাণ হয়েই যাচ্ছে!

বাংলাদেশ সময় : ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।