ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পহেলা বৈশাখে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পহেলা বৈশাখে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুক্তির পথে এগিয়ে গেলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি।

সব ঠিক থাকলে আগামী বছরের পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে আসবে এটি। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।  

ছবিটির গল্প ক্রিকেট নিয়ে। তাই সেন্সর বোর্ড এটি দেখার জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই সদস্যকে। তারা দুটি সংশোধনী দেন। এসব দৃশ্য নতুনভাবে সংযোজনের পর ছবিটিকে ছাড়পত্র দেওয়া হলো।

সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন শাকিব খান ও জয়া আহসান। এ ছাড়াও আছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানী, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এর চিত্রনাট্য সাজিয়েছেন রুম্মান রশীদ খান। সব গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলি ইমন ও কৌশিক হোসেন তাপস।

* ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২ ছবির ‘তোকে ছাড়া ভালো লাগে না’গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ০২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।