ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অটোরিকশায় হঠাৎ সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
অটোরিকশায় হঠাৎ সালমান

কয়েক মাস আগের কথা। গোরগাঁওয়ে নিজের ছবির শুটিং স্পটে সাইকেল চালিয়ে গিয়েছিলেন সালমান খান।

আবার একই রকম কাজ করলেন তিনি। গত ২০ ডিসেম্বর রাতে বান্দ্রার একটি রেস্তোরাঁয় তার ছোট ভাই সোহেল খানের ৪৬তম জন্মদিনের অনুষ্ঠান হয়েছে।

বাবা সেলিম খান, ছোট বোন অর্পিতা খানসহ পরিবারের বাকিদের সঙ্গে সল্লুও বেরিয়েছিলেন খাওয়া-দাওয়া করতে৷ সেখানে থেকে ফেরার সময় নিজের গাড়িতে না উঠে তিনি চড়ে বসেন অটো রিকশায়। তিন চাকার বাহনে বলিউডের এই সুপারস্টারকে দেখে চমকে যায় আশপাশের লোকজন। চমকানোরই কথা, প্রতিদিন তো আর এমন তারকাকে অটোরিকশায় দেখা যায় না!

সালমানের সঙ্গী তখন ছিলেন বলিউড অভিনেতা নিখিল দ্বিবেদি। রেস্তোরাঁয় খান পরিবারের বাইরে আরও দেখা গেছে নির্মাতা সাজিদ নাদিয়াড়ওয়ালাকে।

চলতি বছর সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধন পায়ো’ অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এখন তিনি কাজ করছেন ‘সুলতান’ ছবিতে। যশরাজ ফিল্মসের প্রযোজনা ও আলি আব্বাস জাফরের পরিচালনায় এতে তাকে দেখা যাবে পালোয়ান চরিত্রে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।