ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বুয়েট মাতাবেন জেমস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বুয়েট মাতাবেন জেমস জেমস / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৩৫ বছর আগে শুরু হয়েছিলো, আজও তরুণদের মাঝে ‘গুরু গুরু’ ধ্বনি জেমসকে ঘিরে। তাকে সামনে পেলে উন্মাদনায় মাতে তরুণরা।

তার সুরের মূর্ছনা ছড়ালেই চারদিক হয়ে ওঠে মাতোয়ারা। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেখা গেছে সেই চিত্র।

এবার নগরবাউলের মন ভরানো গায়কী উপভোগ করা যাবে বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। দশম ব্যাচের ৠাগ ডে উপলক্ষে বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় বুয়েটের উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হবে জেমসের পরিবেশনা। চলবে দুই ঘণ্টা।

নগরবাউলের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন পর তারা বুয়েটে সংগীত পরিবেশন করবেন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও তার ভক্ত প্রচুর। তাদের টানেই সেখানে যাচ্ছেন তিনি।

এদিকে পুরনো বছরকে বিদায় ও নতুন ইংরেজি বছরকে বরণের জন্য থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারের পর্যটন কর্পোরেশনে গাইতে যাবেন জেমস।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।