ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘নারীসঙ্গ’র প্রচ্ছদে তুরস্কের মডেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
‘নারীসঙ্গ’র প্রচ্ছদে তুরস্কের মডেল

শান্তনু চৌধুরীর নতুন গ্রন্থ ‘নারীসঙ্গ’র প্রচ্ছদ আঁকা হলো বিদেশি মডেলের আদলে। প্রচ্ছদ এঁকেছেন দুবাই প্রবাসী শিল্পী জাহেদুর রহমান রবিন।

তিনি জানিয়েছেন, ‘দুবাই প্রবাসী তুরস্কের জনপ্রিয় মডেল লিরিকা এই বইয়ের প্রচ্ছদ আঁকার জন্য সময় দিয়েছেন বেশ কয়েকবার। তার অবয়বই ফুটিয়ে তোলা হয়েছে প্রচ্ছদে। ’ পরে আঁকা ছবিটি তুলে দেওয়া হয় লিরিকার হাতে।

বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। শান্তনু চৌধুরীর সাহিত্যকর্মে মূল উপজীব্য ভালোবাসাটা। নারীসঙ্গ বইটির পাঠ উন্মোচন করা হবে ৮ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায়। বইটি উৎসর্গ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ম্যাচের শিক্ষার্থীদের।

বাংলাদেশ সময় : ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।