ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাফ অ্যান্ড টাফ প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
রাফ অ্যান্ড টাফ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

‘এটা আমার জীবনে এমন একটা ছবি যা খুব অল্প সময়ের মধ্যে শুট করা হয়েছে’- ‘জয় গঙ্গাজল’ ছবিটি নিয়ে টুইটারে এমন কথা লিখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) ইউটিউবে প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার।

সেখানে রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে তাকে।  

‘কোয়ান্টিকো’য় এফবিআই ট্রেনির ভূমিকায় অভিনয় করে বিপুল প্রশংসা পেয়েছেন প্রিয়াঙ্কা। এবার প্রকাশ ঝার পরিচালনায় আসছেন মারমুখী হয়ে। এসপি আভা মাথুরের অ্যাকশন ও সংলাপ প্রথম দর্শনেই বেশ ‘ইমপ্রেসিভ’ মনে হয়েছে দর্শকদের।

সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কীভাবে এসপি আভা মাথুর লড়েছেন, এই ছবি সেই গল্পই বলবে বলে মনে করা হচ্ছে। মারামারি দৃশ্যে প্রিয়াঙ্কাকে যথেষ্ট সাবলীল মনে হয়েছে। এই ছবিতে তাকে বেশ ছিপছিপেও দেখাচ্ছে। ২০১৬ সালের ৪ মার্চ ছবিটি মুক্তি পাবে ‘জয় গঙ্গাজল’।

ছবিটিতে প্রথমবারের মতো অভিনয়ও করছেন নির্মাতা প্রকাশ ঝা। এতে তাকেও পুলিশ অফিসার হিসেবেই দেখা যাবে।

‘জয় গঙ্গাজল’-এর ট্রেলার:


বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।