ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এখন তারা দম্পতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এখন তারা দম্পতি রাজিব সালেহীন ও শর্মীমালা

অভিনয়ের মানুষ দু’জনেই। রাজিব সালেহীন ও শর্মীমালার মধ্যে এতোদিন প্রেমের সম্পর্ক ছিলো।

সেটি গড়ালো বিয়েতে। ১৬ ডিসেম্বর বিয়ে করেছেন তারা। বিয়ে হয়েছে একেবারেই ঘরোয়া আয়োজনে। পারিবারিক সম্মতিতে।

কতোদিনের পরিচয়? রাজিব জানাচ্ছিলেন, “বেশ আগে থেকে। আমরা দু’জন ‘সাতকাহন’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। দেশ টিভিতে প্রচার হতো। ওই কাজটি করার সময় থেকেই বন্ধুত্ব আমাদের। ” তারপর আস্তে ধীরে সময় গড়িয়েছে। একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন রাজিব-শর্মী।

ঘটা করে অভ্যর্থনা অনুষ্ঠানটি হয়নি এখনও। জানাচ্ছিলেন রাজিব, ১৬ জানুয়ারি অনুষ্ঠান করবো। সবার শুভেচ্ছা-শুভকামনা নিয়ে একসঙ্গে চলতে চাই আমরা।

উল্লেখ্য, ‘মৃত্তিকা মায়া’, ‘মনের মানুষ’, ‘জালালের গল্প’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন শর্মীমালা। নিয়মিত টিভি নাটক এবং মঞ্চেও। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আর রাজিব সালেহীন তো টিভি নাটকে অভিনয় করছেনই। আছেন নির্মাণের সঙ্গেও।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।