ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রেসির ‘নিয়তি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রেসির ‘নিয়তি’ রেসি/ছবি-নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘নীল আঁচল’খ্যাত চিত্রনায়িকা রেসি আবার চলচ্চিত্রে ফিরেছেন। বেশ কিছুদিন স্বামী, সংসার ও সন্তানকে সময় দিয়েছেন তিনি।

এর মধ্যে শুরু করেছেন ‘শূন্য’ ও ‘লাল সবুজের সুর’ ছবির কাজ। নতুন আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর নাম ‘নিয়তি’। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

রেসি জানান, বর্তমানে ছবিটির দৃশ্যধারণ চলছে থাইল্যান্ডে। সেখানেই আছে এর পুরো টিম। গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) ‘নিয়তি’র সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তবে নায়িকা নয়,  রেসি এতে অভিনয় করছেন অতিথি চরিত্রে।

ছবিটি সম্পর্কে রেসি বলেন, ‘ছোট-বড় চরিত্র কোনো ব্যাপার নয়। ছবিটির গল্প  আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়েছি। ’

নায়িকা জানান, আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ‘নিয়তি’র শুটিংয়ে অংশ নেবেন তিনি। গত মাসে আরিফিন শুভ ও নবাগতা জলিকে নিয়ে জাকির হোসেন রাজু ছবিটির দৃশ্যধারণ শুরু করেন।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।