ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধূমপান ছেড়ে বউকে ধন্যবাদ শহীদের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ধূমপান ছেড়ে বউকে ধন্যবাদ শহীদের স্ত্রী মীরার সঙ্গে শহীদ কাপুর

স্ত্রী মীরা রাজপুতের প্রেমে মশগুল বলিউড হার্টথ্রব শহীদ কাপুর। তাই ধূমপান ছেড়ে দিলেন তিনি।

এটা করানোর জন্য বউকে ধন্যবাদ দিয়েছেন 'হায়দার' তারকা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শহীদকে পাগলের মতো ভালোবাসেন মীরা। তাই ৩৪ বছর বয়সী এই অভিনেতাকে বুঝিয়ে বদভ্যাসটি ছাড়াতে পেরেছেন তিনি।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে ছাড়াছাড়ির পর ধূমপান শুরু করেন শহীদ। তিনি চেইন স্মোকার হয়ে পড়েছিলেন তিনি। একটার পর একটা সিগারেট ধরাতে দেখে তার ছবির কলাকুশলীরা ধূমপান ত্যাগের পরামর্শ দিতেন তাকে। প্রেমিকার সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়া যে তার জন্য বিশাল ধাক্কা হয়েছে তা বুঝতে বাকি ছিলো না কারও।

তবে মীরাকে বিয়ের পর পাল্টে গেছেন শহীদ। বৈবাহিক জীবন দারুন উপভোগ করছেন তিনি। বউয়ের জন্য ধূমপান ছাড়াকে তার কাছে মনে হচ্ছে মামুলি বিষয়। চলতি বছরের ৭ জুলাই পারিবারিকভাবে মীরাকে বিয়ে করেন শহীদ। পরে ১২ জুলাই জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

এদিকে শহীদ এখন একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে বিশাল ভরদ্বাজের 'রঙ্গুন'-এ তার সহশিল্পী কঙ্গনা রনৌত ও সাইফ আলি খান। আর 'উড়তা পাঞ্জাব' ছবিতে আলিয়া ভাটের পাশাপাশি তার সঙ্গে দেখা যাবে প্রাক্তন প্রেমিকা কারিনাকে।

বাংলাদেশ সময় : ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।