ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিমুল মুস্তাফার কণ্ঠে ৭১ কবিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
শিমুল মুস্তাফার কণ্ঠে ৭১ কবিতা শিমুল মুস্তাফা

ঢাকা: মাথায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা বেঁধে শিমুল মুস্তাফা মাইক্রোফোনের সামনে দাঁড়ান। তারপর আবৃত্তি করে চলেন।

কবিতা সংখ্যা গিয়ে ঠেকে পঞ্চাশেরও অধিক। কখনও একাত্তর। আবার কখনো শ’ খানেকও হয়।

প্রতিবছর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘আপোস করিনি কখনই, আমি এই হলো ইতিহাস’ শিরোনামে কবিতা সন্ধ্যায় আবৃত্তি করে আসছেন শিমুল মুস্তাফা। এবারও করবেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) একইস্থানে বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে তার পরিবেশনা। এ নিয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কবিতা সন্ধ্যা। এবার শিমুল মুস্তাফা আবৃত্তি করবেন ৭১টি কবিতা।

ছোট বড় সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে আবৃত্তির পাশাপাশি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ১৯৭১টি আলোক শিখা প্রজ্জ্বলন এবং ৭১টি ফানুস উড়ানো হবে।

অনুষ্ঠানটি আয়োজন করেছে তারই সংগঠন ‘বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি’। সহযোগিতায় জনতা ব্যাংক এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে এএনএইচ এন্টারপ্রাইজ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫/ আপডেট: ১৯০৯ ঘণ্টা
কেবিএন/এসও/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।