ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সম্রাট’ এখন ব্যাংককে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘সম্রাট’ এখন ব্যাংককে অপু বিশ্বাস ও শাকিব খান

‘সম্রাট থাকে আশেপাশে, তাকে চেনা যায় না, ধরা যায় না, ছোঁয়াও যায় না। সবচেয়ে বড় ব্যাপার, সম্রাটই শুধু জানে সে কখন নিজের পরিচয় নিয়ে হাজির হবে।

যখনই সে আসবে, চারপাশে তখন শোনা যায়, ‘সম্রাট- দ্য কিং ইজ হিয়ার...”- ‘সম্রাট’ ছবির নায়ক শাকিব খানকে এভাবেই পর্দায় নিয়ে আসছেন নির্মাতা মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। ছবিটির দৃশ্যধারণ এখন শেষ পর্যায়ে। শেষভাগের কাজ করার জন্য ‘সম্রাট’ টিম এখন আছে থাইল্যান্ডের ব্যাংককে।

জানা যায়, শুটিংয়ের খাতিরে জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস এবার থার্টিফার্স্ট উদযাপন করবেন ব্যাংকক। এ উদ্দেশ্যে গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) তারা ঢাকা ত্যাগ করেছেন।

শাকিব খান জানিয়েছেন, ব্যাংকক শহর ও ফুকেটের বিভিন্ন জায়গায় ছবির কিছু দৃশ্য চিত্রায়নের পাশাপাশি গানেরও কাজ করবেন তিনি। এর মাধ্যমে ছবিটির দৃশ্যধারণ শেষ হবে। শুটিং শেষে নতুন বছরের প্রথমদিন ঢাকায় ফিরবেন শাকিব ও অপু।

এরই মধ্যে ‘সম্রাট’-দ্য কিং ইজ হিয়ার’ ছবিটির টিজার ও একাধিক গান দর্শকের মনে আগ্রহ তৈরি করেছে। ছবিটিতে শাকিব ও অপু বিশ্বাসের পাশাপাশি আরও আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, মিশা সওদাগর, শিমুল খান, ইমন, ডিজে সোহেল, সু্ব্রত প্রমুখ।


** ‘সম্রাট’ ছবির টাইটেল গানের ভিডিও :



বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।