ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খল চরিত্রে বাপ্পারাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
খল চরিত্রে বাপ্পারাজ বাপ্পারাজ

ফ্রেঞ্চকাট দাঁড়ি, হাতা ওল্টানো শার্ট, গলায় রঙিন স্কার্ফ, চোখে কালো সানগ্লাস, পায়ে বুট জুতা- তিনি বাপ্পারাজ। ঠিক নায়ক বা সাধারণ কোনো চরিত্রে নয়, খলনায়কের মতো সেজেছেন তিনি।

প্রথমবার এমন নেতিবাচক ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির নাম ‘মিসড কল’।

১৯৮৬ সালে বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘চাঁপাডাঙার বউ’ ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন বাপ্পারাজ। এরপর অনেক ছবিতে নায়ক হয়েই অভিনয় করেছেন। তবে কয়েক বছর ধরে তিনি অভিনয়ে অনিয়মিত। গত বছর নিজের পরিচালনায় ‘কার্তুজ’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন বাপ্পা।

নেতিবাচক চরিত্রে অভিনয় প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘আজকাল কাজ করতে তেমন উৎসাহ পাই না। তবে এ ছবির গল্প আমার দারুণ মনে হয়েছে। তাই কাজটি করতে রাজি হয়েছি। ছবিটিতে আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন দর্শক। ’

সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘মিসড কল’ ছবিতে তার চরিত্রটি এন্টি হিরোর। ছবিটির কাজ অনেকখানি এগিয়েছে। ছবিটিতে নায়কের ভূমিকায় আছেন বাপ্পি। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা মুগ্ধতা।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসও/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।