ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের জন্য ভক্তদের ৪০০ ফুট কেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সালমানের জন্য ভক্তদের ৪০০ ফুট কেক সালমান খান

রোববার (২৭ ডিসেম্বর) উদযাপন করা হচ্ছে সালমান খানের ৫০তম জন্মদিন। এ উপলক্ষে গুজরাতের সুরতে অনেক ভক্ত একত্র হয়ে তার জন্য বানিয়েছে ৪০০ ফুট লম্বা কেক।

এর ওজন চার হাজার কিলোগ্রাম।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আয়তনের দিক দিয়ে ইতিমধ্যে বিশ্বরেকর্ড গড়েছে কেকটি। স্থান করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অব রেকর্ডসে। জানা গেছে, কেকটি অনাথ আশ্রমে শিশুদের মাঝে বিতরণ করা হবে। সালমানের এক ভক্ত টুইটারে সেই বিশাল আকৃতির কেকটির ছবি শেয়ার করেছেন।

সব মিলিয়ে বলিউডের এই সুপারস্টারে এবারের জন্মদিন একেবারেই অন্যরকম। এবার বাঁধভাঙা আনন্দে মেতে ওঠার অনেক উপলক্ষ্য আছে তার। এর মধ্যে অন্যতম মাথার ওপর খড়গ হয়ে থাকা ১৩ বছরের মামলা থেকে মুক্ত হওয়া। তাছাড়া ‘বজরঙ্গি ভাইজান’ আর ‘প্রেম রতন ধন পায়ো’ আয়ের বন্যা বইয়ে দিয়েছে বক্স অফিসে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।