ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাসপাতালে বন্যা, সফল অস্ত্রোপচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
হাসপাতালে বন্যা, সফল অস্ত্রোপচার রেজওয়ানা চৌধুরী বন্যা

কথা ছিলো চ্যানেল আইতে সরাসরি গানের অনুষ্ঠানে যোগ দেবেন। তেমন প্রস্তুতিও নিয়েছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

কিন্তু সেটা আর হলো না। বন্যা এখন হাসপাতালে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় লালমাটিয়ার বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। আজ দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার হাতে অস্ত্রোপচার করা হয়। এখন সুস্থ আছেন বন্যা।

চ্যানেল আই ও বন্যার পারিবারিক সূত্রে জানা যায়, পড়ে গিয়ে ডান হাত ভেঙে গেছে তার। দূর্ঘটনার পরপরই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বন্যাকে। সেখানে ড. জাভেদ ওমরের তত্ত্বাবধানে তার সফল অস্ত্রোপচার হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।