ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একমঞ্চে চার ক্রেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
একমঞ্চে চার ক্রেজ (বাঁ থেকে) জেমস, তাহসান, মিলা ও হাবিব

একে তো ভালোবাসা দিবস! শীতের তীব্রতাও ততোদিনে শিথিল হয়ে আসবে শহরে। এসে পড়বে বসন্ত।

এমন আমেজে যদি চোখের সামনে গিটার হাতে দাঁড়িয়ে পড়েন নগরবাউল! তাহলে কী ঘটতে পারে- সেটার সাক্ষী থাকবে আসছে ভালোবাসা দিবসটি। এদিন জেমস মাতাতে আসবেন তার ‘দুষ্টু ছেলের দল’ নিয়ে, নগরবাউল নিয়ে।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে গাইবেন জেমস। শুধু কি তিনি? থাকবেন হাবিব ওয়াহিদ, তাহসান, মিলা। গাইবেন তারাও। এই চার মিউজিক্যাল ক্রেজ একসঙ্গে হাজির হচ্ছেন ‘ভ্যালেন্টাইন ব্লাস্ট’ শীর্ষক কনসার্টে।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের রাত সাড়ে ৭টা থেকে কনসার্ট শুরু হবে। চলবে গভীর রাত অব্দি। আয়োজন করছে ক্লাব ইলেভেন ও ইনসেপশন।

এর আগে গত ৬ নভেম্বর ঢাকায় সুনিধি চৌহানকে নিয়ে ‘উইন্টার ব্লাস্ট’ অনুষ্ঠিত হয়। সঙ্গে রাকেশ মাইনি। গেয়েছিলেন হাবিবও। এর আয়োজকও ছিলো একই। এবার শুধু দেশি শিল্পীদের নিয়েই তারা করতে যাচ্ছেন ‘ভ্যালেন্টাইন ব্লাস্ট’।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কেবিএন/জেএইচ/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।