ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নদীর ‘খুনসুটি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নদীর ‘খুনসুটি’ মৌমিতা তাশরিন নদী

‘স্বপ্ন আঁকি তোমার চোখে/ অবাক ভালোবাসা বুকে ধরে/ সুখগুলো থাক তোমায় ঘিরে/ অজানা ভালোবাসা হৃদয় জুড়ে/ ভালোবাসা তোমার দিলাম ছুটি/ কাছে এসো হোক না খুনসুটি’- এমন কথার নতুন একটি গান গাইলেন নদী। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়ক রিয়াজ লিটন।

 গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। রেজাউর রহমান রিজভীর লেখা গানটি থাকবে রিয়াজ লিটনের প্রথম একক অ্যালবামে।

‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হওয়ার পর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন মৌমিতা তাশরিন নদী। নতুন গান প্রসঙ্গে তিনি বললেন, ‘এর কথা ও সুর দারুণ। আধুনিক ক্লাসিক্যাল ফিউশন এটি। আমার গাইতে ভালো লেগেছে। ’

জানা গেছে, আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ‘খুনসুটি’ গানের মিউজিক ভিডিও তৈরি হবে। তখন অ্যালবাম ও মিউজিক ভিডিও দুটোই একসঙ্গে প্রকাশ হবে।

বাংলাদেশ সময় : ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।