ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষ দৃশ্যের আগে নাঈম-অপর্ণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
শেষ দৃশ্যের আগে নাঈম-অপর্ণা

শেষ দৃশ্যের আগ পর্যন্ত গল্প টালমাটাল ছিলো। শেষ দৃশ্যে এসে পাল্টে যায় সবকিছু।

‘তবু শেষ দৃশ্যের আগ পর্যন্ত জার্নিটাই গল্পের ভিত্তি’- বলছিলেন জামিল আশরাফ খান নয়ন। তিনি এফএস নাঈম ও অপর্ণা ঘোষকে নিয়ে পরিচালনা করেছেন নাটক ‘শেষ দৃশ্যের আগে’। গল্পে রয়েছেন আরও একজন- আরজে নীরব। রাজধানীর উত্তরায় ক’দিন আগে হয়েছে এর দৃশ্যধারণ।

ঘটনাটা প্রেমের। পারিবারিক সম্মতিতে দু’জনের বিয়ে ঠিক হয়। কিন্তু এ বিয়েটা হোক- দু’জনের পরিবারের কেউই চায় না। ফলে বেরিয়ে পড়ে বাড়ি ছেড়ে। দু’জন ভিন্ন দুই গন্তব্যে ছোটা। এ যাত্রাপথে ঘটে যাওয়া নানান গতানুগতিক ঘটনাই ক্যামেরায় উঠে এসেছে ‘শেষ দৃশ্যের আগে’ হয়ে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, কাজী উজ্জ্বল ও জন। চিত্রনাট্য লিখেছেন স্বরাজ দেব। ‘শেষ দৃশ্যের আগে’ আগামী বছরের ভালোবাসা দিবসে প্রচার হওয়ার কথা রয়েছে একটি টিভি চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।