ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেরা অভিনেতার নাম ঘোষণা করবেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
সেরা অভিনেতার নাম ঘোষণা করবেন পূর্ণিমা পূর্ণিমা

এশিয়ান টিভির সাপ্তাহিক অনুষ্ঠান ‘মুভি বাজার’-এর দর্শক জরিপে ২০১৫ সালের সেরা অভিনেতার নাম ঘোষণা করবেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। পাশাপাশি নিজের ছবির নায়ক এবং নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।



সম্প্রতি অনুষ্ঠানটির ফেসবুক পেজে জরিপ চালানো হয়। দর্শকরা তাদের চোখে প্রিয় অভিনেতার চলতি বছরের কাজ উল্লেখ করে তার পক্ষে মতামত দেন। প্রাথমিকভাবে শাকিব খান, আরেফিন শুভ ও বাপ্পী আছেন সেরার দৌড়ে।  

বিশেষ ‘মুভি বাজার’ প্রচার হবে আগামী ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন রাত ১০টায়। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন।

* ‘মুভি বাজার’ অনুষ্ঠানের প্রোমো :

বাংলাদেশ সময় : ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।