ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপি, দ্বিতীয় মৌসুমে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
অপি, দ্বিতীয় মৌসুমে অপি করিম

অনেকদিন পর অপি করিম বড়সড় একটি ধামাকা সৃষ্টি করেছিলেন চেয়ারে বসে! যে সে চেয়ার নয়, আলোকিত চেয়ার! ঘটনা হলো, “অপি’স গ্লোয়িং চেয়ার” নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা দায়িত্ব নিয়েছিলেন তিনি। বেশ লম্বা সময় জুড়ে চলা এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন দেশসেরা তারকারা।

জিটিভিতে প্রচারিত হয় অপির সঙ্গে তারকাদের প্রাণখোলা আলাপের এই আয়োজন। এর প্রথম মৌসুম শেষ।

তবে এরই সঙ্গে তার গ্লোয়িং চেয়ারে বসা শেষ হয়ে যাচ্ছে না। ইতোমধ্যে দ্বিতীয় মৌসুম শুরু করে দিয়েছেন অপি করিম। সোমবার (২৮ ডিসেম্বর) থেকে “অপি’স গ্লোয়িং চেয়ার সিজন টু”র দৃশ্যধারণে অংশ নিচ্ছেন তিনি। প্রথম দিনে অতিথি হয়ে এসেছিলেন অমিতাভ রেজা, মুন্নি সাহা-সহ অনেকেই। দৃশ্যধারণ হচ্ছে তেজগাঁওয়ের চ্যানেল নাইনের স্টুডিওতে।

অনুষ্ঠানটির নির্মাতা শাহরিয়ার শাকিল বাংলানিউজকে বলছিলেন, ‘দ্বিতীয় মৌসুমে এসে এর অনেক কিছুই পাল্টেছে। অনুষ্ঠানের ধরণ অতোটা বদলায়নি। কিন্তু সেট থেকে শুরু করে অতিথি তালিকা- নতুন কিছু পাবেন দর্শক। ’

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।